আমি যৌনতার শহর থেকে বলছি;যেখানে অন্ধকার ব্রিজের উপর দিয়ে ছুটে যায় ৭০ স্পিডের গাড়ি যেখানে ভিতরে ১৮+ মস্তিস্ক, বাহিরে আদর্শের মুখোশ,যেখানে কনকনে শীতের রাতে পতিতারা মানুষের বাচ্চাকে দুধ খাওয়ায়, সেই শহর থেকে বলছি! 

আমি পঁচে যাওয়া শহর থেকে বলছি;
যেখানে ডাস্টবিনের দেয়ালে কাকের বাচ্চার কা কা, মেঝেতে কুকুর ছানার ঘেউঘেউ, পাশেই পড়ে থাকা ব্যগের ভতর কন্ডম বিস্ফরিত মানুষের ছানা, সেই শহর থেকে বলছি!

আমি রাজনীতির শহর থেকে বলছি ;
যেখানে টাকায় ক্ষমতা কেনা হয়, ক্ষমতায় মানুষ কেনা হয়, আবার সেই মানুষের লাশের গন্ধ ভাসে পাসপোর্ট মদের বোতল,সেই শহর থেকে বলছি!

আমি বেকারের শহর থেকে বলছি ;
যেখানে পানির দামে গাঁজা বিক্রি হয়, সেখানে রক্তের দামেও চাকরি হয় না,যেখানে টাকায় আস্ত একটা প্রেমিকা বিক্রি হয়, সেই শহর থেকে বলছি!

বুকের মধ্যে দাউদাউ আগুনের শহর থেকে বলছি ;
যেখানে প্রেমিকার হরহামেশাই বিয়ে হয়ে যায়, সেখানে প্রেমিকরা হরহামেশাই মাতাল হয়ে যায়, যেখানে মাতাল প্রেমিকরা আকাশের দিকে ধোঁয়া ছেড়ে বলে-মাধবীলতা, এতো টাকা দামের স্বামী পেয়ে তুমি সুখে আছো তো....?

Tawsif Ahmed🥀🌼